রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রায় দেড় যুগ আগের একমাত্র কোবাল্ট-৬০ যন্ত্রটি দিয়ে চলছে ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান। বাড়তি রোগীর চাপ নিতে না পেরে মাঝেমধ্যেই অচল হয়ে পড়ে যন্ত্রটি। এদিকে আড়াই মাস আগে মন্ত্রণালয় থেকে হাসপাতালের জন্য নতুন আরেকটি যন্ত্র অনুমোদন করা হলেও আজও তা এখানে এসে পৌঁছায়নি। হাসপাতাল সূত্র জানায়, ঢাকার বাইরে শুধু রাজশাহী মেডিকেল কলেজেই এমফিল ও এমডি রেডিও থেরাপি (অনকোলজি) ডিগ্রি দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি এখানে প্রতিদিন...

